Thursday 26 January 2023

হজরত মাওলানা হাবিবউল্লাহ (র) ভিতর গ্রামি জীবনী

 বৃহত্তর সিলেটের প্রবীণ আলেমেদ্বীন ,দারুল হাদীস মদীনাতুল উলুম খরিলহাট জৈন্তাপুর এর দীর্ঘদিনের মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সাবেক সভাপতি হযরত মাওলানা শায়খ হাবিবুল্লাহ (ভিতরগ্রামী হুজুর) এর দাফনসম্পন্ন হয়েছে। সোমবার বেলা ২ ঘটিকার সময় জৈন্তাপুরস্থ খরিলহাট মাদ্রাসা ময়দানে তার নামাজে যানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন,মরহুমের ০৬. ষষ্ঠ  ছেলে স্বেচ্ছাসেবক জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা ছফিউল্লাহ মাসুদ হাবিব। জানাযারপুর্বে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত রাখেন, সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীন, দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী,জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিকসম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা, দারুলউলুম কানাইঘাট মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা শামসুদ্দিন,শায়খুল হাদীস শফিকুল হক সুরাইঘাটি, সুবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী প্রমুখ।পরে খরিলহাট মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে অন্তিম শয়ানে সমাহিত করাহয়। জানাযায় সিলেটের র্শীষস্থানীয় আলেম উলামা ,বিভিন্ন জেলা অ উপজেলার সর্বস্তরের মুসলমান ও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,

০৩ মার্চ ২০১৪ ইংরেজি  

 রোজঃ সোমবার রাত  ১২ঃ০৫ মিনিটের টার সময় সিলেট নগরীর শিবগঞ্জস্থ খরাদি পাড়া নিজ,  ০৬ নং ছেলে মাওলানা মাসুদ সাহেব এর বাসায় তিনি শেষ নি:শাষ ত্যাগকরেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

 স্ত্রী, ৭ ছেলে ২ মেয়েসহ  অসংখ্য  আত্মীয় স্বজন  ভক্ত-ছাত্র রেখেগেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।মাওলানা শায়খ হাবিবুল্লাহ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের  ভিতরগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তিনি সর্বোচ্চ ডিগ্রী অর্জনকরেন। শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানীর সরাসরি ছাত্র ছিলেন। কর্মজীবনে জৈন্তাপুর উপজেলার দারুল হাদীস মদীনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার প্রথমে শিক্ষাসচিব পরবর্তীতে মুহতামীমের দায়িত্ব পালনকরেন। ইসলামী আন্দোলনে তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন। সিলেট জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের সদস্য ছিলেন। ছাত্র জীবনে তিনি দারুল উলুম দেওবন্দে ছাত্র জমিয়তের সংগঠনের নেতৃত্বদেন। আধ্যাতিক ময়দানে খলিফায়ে মাদানী আব্দুল মতিন শায়খে ফুলবাড়ী (র)এর নিকট থেকে তিনি খেলাফত প্রাপ্তহন। তিনি আলেম সমাজে যাঈমুল ক্বওম বলে পরিচিত ছিলেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, এলাকার  সকল মুসলিম ও অমুসলিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী,ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক,সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীন, কানাইঘাট জমিয়তের সভাপতি মাওলানা শিহাবুদ্দিন শায়খে রেংগা,মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, কানাইঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারী মুফতি ইবাদুর রহমান প্রমুখ।